Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

নদীতে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাকে স্কুল ছাত্রের মৃত্যু

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৫, ০৫:৫৭ পিএম


নদীতে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাকে স্কুল ছাত্রের মৃত্যু

মাগুরার শ্রীপুরে দুপুরে গড়াই নদীতে গোসল করতে গিয়ে হার্ট অ্যাটাকে হাসিব মন্ডল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

সে শ্রীপুর উপজেলার দীপ চর মহেশপুর গ্রামের ছমির খাঁর ছেলে এবং চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

এ বিষয়ে দ্বারিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্য ওয়াজেদ মন্ডল জানান, হাসিব তার নাতি। ছেলেটি দীর্ঘদিন যাবত মাথার সমস্যায় ভুগছিল। এ বিষয়ে তারা তাকে চিকিৎসা করাচ্ছিলেন। রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার গড়াই নদীর মহেশপুর গ্রামের স্থানীয় সোনা কান্দর খেয়াঘাট এলাকায় সহকর্মীদের সাথে গোসল করতে যায়। খেয়া নৌকার উপর উঠে নদীতে লাফ দেওয়ার সময় হঠাৎ তার মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা তাকে ধরে বালু চরে নিয়ে আসে।

সংবাদ পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী বলেন, খবর জানতে পেরেছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!