Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের অনিয়ম নিয়ে এনসিপির প্রেস ব্রিফিং

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ৬, ২০২৫, ০৬:০৮ পিএম


কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের অনিয়ম নিয়ে এনসিপির প্রেস ব্রিফিং

কুড়িগ্রামে জেলা স্বাস্থ্য বিভাগের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অনিয়ম নিয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ রোববার দুপুরে কুড়িগ্রাম জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অনিয়ম, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব, চিকিৎসক ও ওষুধ সংকটসহ নানা অনিয়ম, দুর্নীতি এবং সমস্যা নিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।

এরপর তিনি সেখানকার নানা অসঙ্গতি নিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আলোচনা করেন। পাশাপাশি তিনি জেলা সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে সেখানকার স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন।

হাসপাতাল ও সিভিল সার্জন অফিস পরিদর্শন শেষে ড. আতিক মুজাহিদ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করে দালালমুক্ত করা হবে। চিকিৎসক সংকট, ওষুধ ও প্রয়োজনীয় অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা সঙ্গে আলোচনা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সকলকে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।”

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সংগঠক আলমগীর, এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়াসহ ছাত্ররা।

ইএইচ

Link copied!