পটুয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৫, ০৬:৫১ পিএম
পটুয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৫, ০৬:৫১ পিএম
জাতীয় অ্যাম্বুলেন্স নীতিমালার দাবিতে পটুয়াখালীতে র্যালি, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ এ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখা।
রোববার বেলা সাড়ে ১১টায় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ও ড্রাইভাররা এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নীতিমালা না থাকায় ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানির শিকার হচ্ছেন তারা। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর ও টোল মওকুফ, আট আসনের অনুমোদন, হাসপাতাল পার্কিং সুবিধা এবং হয়রানি বন্ধ করা।
এছাড়া, তারা দাবি আদায়ের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা আরও জানান, যদি তাদের দাবি পূরণ না করা হয়, তবে আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে সারাদেশের সাথে পটুয়াখালীতে এ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করা হবে।
এ সময় অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি সালাউদ্দিন আহমেদ সাহেদ, লোকমান হোসেন, আব্দুল করিম, জহিরসহ অন্যান্য ড্রাইভাররা উপস্থিত ছিলেন।
ইএইচ