Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫,

পাবনায় যুবক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

এপ্রিল ৬, ২০২৫, ০৮:১১ পিএম


পাবনায় যুবক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুরে কিশোর আরাফাত হোসেন নূর (নাইম) (১৮) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নিহত নূরের স্বজনদের অভিযোগ, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শহীদুল মেম্বার, তার জামাতা কাদের, মানিক, লালন ও নাঈমের নেতৃত্বে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তারা আরও বলেন, এসব সন্ত্রাসী দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্ম করে আসছে এবং আধিপত্য বজায় রাখার জন্যই কিশোর নূরকে নির্মমভাবে হত্যা করেছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হয়েছে। নিহত আরাফাত হোসেন নূরের মা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদরের দক্ষিণ রাঘবপুরের অনন্ত বাজার এলাকায় সুইপার কলোনির সামনে আরাফাত হোসেন নূরকে (নাইম) কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাইম দক্ষিণ রাঘবপুর মহল্লার ওমর আলীর ছেলে।

ইএইচ

Link copied!