Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫,

শিবচরে অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

মশিউর কাজী, শিবচর

মশিউর কাজী, শিবচর

এপ্রিল ৬, ২০২৫, ০৮:২৪ পিএম


শিবচরে অতিরিক্ত ভাড়া আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা।

রোববার সকাল থেকেই পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে।

জানা গেছে, সকাল থেকেই ঢাকাগামী দূরপাল্লার পরিবহনগুলোর চাপ বাড়তে থাকে। এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বিশেষ করে ভাঙ্গা-ঢাকা ও শিবচর-ঢাকা রুটে চলাচলকারী লোকাল বাসে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজিসহ থ্রি-হুইলারের ব্যস্ততাও বেড়েছে। বিভিন্ন গ্রাম থেকে যাত্রীরা এসব যানবাহনে করে মহাসড়কের যাত্রী ছাউনিতে আসছেন।

এদিকে পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রীপ্রতি ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাড়ার অতিরিক্ত আদায় ও যাত্রী হয়রানির ছবি তুলতে গেলে এক সাংবাদিককে হেনস্তা করে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয় বাসের কর্মচারীরা।

অভিযোগের ভিত্তিতে বিকেলে পাঁচ্চর গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। এ সময় পাঁচটি যাত্রীবাহী পরিবহনকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শিবচর পৌর বাসস্ট্যান্ডে আরও ১০টি পরিবহনকে ৩ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম বলেন, “ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড় থাকায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ৫টি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যাত্রী ভোগান্তি রোধে অভিযান চলমান থাকবে।”

ইএইচ

Link copied!