Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫,

লালমোহনে মাদক সেবনে বাধা দেয়ায় যুবকের হাত-পা ভাঙল কিশোর গ্যাং

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

এপ্রিল ৬, ২০২৫, ০৮:৫৩ পিএম


লালমোহনে মাদক সেবনে বাধা দেয়ায় যুবকের হাত-পা ভাঙল কিশোর গ্যাং

ভোলার লালমোহনে মাদকসেবনে বাধা দেওয়ায় মো. মোছলেউদ্দিন (২৮) নামে এক যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে।

শনিবার বিকেলে ফরাজগঞ্জ ইউনিয়নের হোসনেয়ারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

আহত মোছলেউদ্দিন বর্তমানে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফরাজগঞ্জ ইউনিয়নের কাশেম ড্রাইভারের বাড়ির বাসিন্দা।

ভাই মো. আলাউদ্দিন জানান, এলাকার যুবকদের মাদক থেকে বিরত রাখতে পরামর্শ দেওয়ায় পারভেজ নামে এক কিশোর গ্যাং নেতা মোছলেউদ্দিনের ওপর হামলা চালায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে পারভেজকে লাঠি ও ছুরি হাতে মারধর করতে দেখা যায়।

জানা গেছে, পারভেজের বাড়ি রমাগঞ্জ ইউনিয়নে হলেও সে ফরাজগঞ্জে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। হামলায় তার সঙ্গে রাকিব, জুয়েল, সাগরসহ আরও কয়েকজন অংশ নেয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ইএইচ

Link copied!