মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ১১:৩৫ এএম
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ১১:৩৫ এএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক দুই বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার দুপুরে ভারতের রণঘাট কোম্পানি কর্তৃপক্ষ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে।
এদিকে, মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা ও শ্রীনাথপুর বিওপির পৃথক অভিযানে তিন নারীসহ ছয়জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার বড় ভোমরাশুড় গ্রামের তাপস বিশ্বাসের ছেলে তীর্থ বিশ্বাস (১৯) এবং বিদ্যুৎ কুমার বিশ্বাসের ছেলে অরিন্দম বিশ্বাস (১৫)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির মাটিলা বিওপি ও ভারতীয় ৫৯ ব্যাটালিয়ন বিএসএফের রণঘাট কোম্পানির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সুবেদার শরীফ মনিরুজ্জামান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন এসি অভিষেক কুমার। বৈঠক শেষে বিএসএফ আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ সময় উভয় বাহিনীর কর্মকর্তারা পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্য বজায় রেখে সীমান্ত ব্যবস্থাপনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। বাকি আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইএইচ