Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৬

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৫, ০২:১৬ পিএম


রাজারহাটে জুয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ৬

কুড়িগ্রামের রাজারহাটে নগদ ২৪ হাজার ৩৫০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ ছয় জুয়ারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নবগ্রাম পদ্মার পাড় বিলের মধ্যে ভুট্টা ক্ষেতের পাশে খালের মধ্যে জুয়া খেলা অবস্থায় মোট ছয় জনকে আটক করা হয়। এ সময় আরও ১৫ জনের মতো পালিয়ে যায়।

গ্রেপ্তারদের কাছ থেকে জুয়া খেলা অবস্থায় ২৪ হাজার ৩৫০ টাকা, জুয়া খেলার গুটি ছয়টি, জুয়া খেলার ডাব্বু একটি, মোবাইল ব্যাটারি দ্বারা নির্মিত লাইট একটি, বিভিন্ন মার্কা বিশিষ্ট জুয়া গুটি ফেলার প্লাস্টিকের পেপার ও জুয়া খেলতে বসার প্লাস্টিকের চট জব্দ করা হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!