Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

ইসরাইলের গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে মিছিল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৫, ০৩:০৪ পিএম


ইসরাইলের গণহত্যা ও নৃশংসতার প্রতিবাদে দিনাজপুরে মিছিল

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সারা দেশের ন্যায় দিনাজপুরেও ছাত্র জনতার বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিল ও সমাবেশে দিনাজপুর শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করে।

সোমবার বেলা ১২ টায় দিনাজপুর গোর এ শহীদ বড়ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ছাত্র জনতার এক বিশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ শেষে দিনাজপুর রেল স্টেশন চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে ফিলিস্তিনের নির্যাতিত জনগণসহ মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।

মিছিলের পূর্বে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা আব্দুর রউফ, মাওলানা সোহরাব হোসাইন, মুফতি মুহাম্মদ খায়রুজ্জামান, মুফতি মুহাম্মদ শোয়াইব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলকে বয়কট ও তাদের পণ্য বর্জনের আহ্বান জানান। ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় হতাশা প্রকাশ করেন বক্তারা। সমাবেশ থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতিসংঘসহ মুসলিম দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান বক্তারা।

ইএইচ

Link copied!