Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

নাগরপুরে ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৫, ০৫:১৬ পিএম


নাগরপুরে ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন। একইসঙ্গে এই মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে মুসলিম বিশ্ব নেতাদের একত্রিত হয়ে কর্মসূচি গ্রহনেরও তাগিদ দেওয়া হয়।

সোমবার (০৭ এপ্রিল) সকাল ১০টার দিকে নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ এলাকায় উপজেলার সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে শতশত জনতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ নেয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর সরকারি কলেজ গেইট চত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভকারীরা জানায়, ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে মুসলমানদের উপর জুলুম অত্যাচারের তীব্র প্রতিবাদ শুরু করা উচিত। তাছাড়া ফিলিস্তিনের গাজা ও রাফায় মুসলমানদের উপর নারকীয় হত্যা বন্ধ করতে বিশ্ব মুসলিমদের একতাবদ্ধ হওয়ার বিকল্প কিছু নেই।জীবন বাজি রেখে মুসলমানদের রক্ষায় যুদ্ধে যাওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা আরও জানায়, যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ গাজাবাসীর উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা,গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের ন্যায় নাগরপুরবাসীও রাজপথে বিক্ষোভে নেমে এসেছে। এরপর থেকে যদি বিশ্বের কোন মুসলমানের উপর হামলা করা হয় তাহলে বিশ্বের মুসলিমও বসে থাকবেনা। মহান আল্লাহ‍‍`র সাহায্য অতি নিকটে তাই বিচলিত হওয়ার কিছু নেই।

আরএস
 

Link copied!