Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

গাজায় ইসরায়েলের নারকীয় গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

এপ্রিল ৭, ২০২৫, ০৫:৩৮ পিএম


গাজায় ইসরায়েলের নারকীয় গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

গাজায় মুসলমানদের উপর ইসরায়েলের বর্বরোচিত নারকীয় গণহত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে নগরীর বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থীরা চাষাড়ার গোল চত্বরে এসে জড়ো হয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এ সময় হাজার হাজার খেটে খাওয়া মানুষ ছাত্র-জনতার সাথে একাত্মতা ঘোষণা করে এই বিক্ষোভ অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

এসময় তারা বলেন মুসলমান দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে হবে। তারা যেভাবে নারী- শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু তাই নয় তারা মুসলমানদের শত্রু তাই শত্রুর মোকাবিলা করত আমাদের প্রস্তুত থাকতে হবে।

পরে অবরোধ কর্মসূচি নগরীর দুই নং রেলগেট হয়ে পুনরায় চাষাড়ার শহীদ মিনারে এসে শেষ হয়। 

আরএস
 

Link copied!