Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫,

গাজায় গণহত্যার প্রতিবাদে হরতালের সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ৭, ২০২৫, ০৫:৪০ পিএম


গাজায় গণহত্যার প্রতিবাদে হরতালের সমর্থন জানিয়েছেন ইসলামী আন্দোলন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থন জানিয়ে বরিশালেও ডাকে সাড়া দিয়েছেন বরিশাল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরই মধ্যে তারা বেশ কিছু কর্মসূচিও ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৭ এপ্রিল) জোহরের নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করে তারা। এ সময় একটি মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে সামনে এসে শেষ হয়।

বিক্ষোভকারীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

এদিকে এ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালে ছাত্র-জনতা।  এসময় তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করেন।

আরএস
 

Link copied!