পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ০৫:৪২ পিএম
পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ০৫:৪২ পিএম
গাজীপুর মহানগরীর পুবাইল আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর ৪১ নাম্বার ওয়ার্ডের বারইবাড়ি এলাকায় সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ৯টায় সাপ্তাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো. আমজাদ হোসেন খান।
মেডিকেল ক্যাম্পে প্রতি সোমবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বিনামূল্যে পরিবারের মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় শিশু রোগী দেখা হবে।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর রানী বিলাসমনি উচ্চ বালক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আকরাম উদ্দিন ভুঁইয়া।
উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য রাখেন বারইবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম খান, বাংলাদেশ জামায়াতে ইসলামের বারই বাড়ি ইউনিটের সভাপতি জনাব বিল্লাল হোসেন, ৪১ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি জনাব মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী সপ্তাহের প্রথম দিনে মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক শিশুরোগীর চিকিৎসা প্রদান করা হয়।
আরএস