বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ০৬:৫৭ পিএম
ইসরায়েলি আগ্রাসন ও মজলুম ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আলেম-ওলামা ও তৌহিদী জনতা।
সোমবার দুপুরে বাঞ্ছারামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমবেত হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী, সদস্য মুফতি সাজিদুল হক খায়রি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা জমির হোসাইন সিদ্দিকী, মুফতি আতিকুর রহমান, মাওলানা ইয়ামিন, মাওলানা বাশির, মাওলানা বাহাউদ্দিন, শেখ সাদী, মাওলানা আবু হানিফ, মোহাম্মদ আমিন উদ্দিন, মোহাম্মদ জাহিদ, মোঃ হাসিব এবং মাওলানা মনির হোসেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে যেভাবে নির্মমভাবে গণহত্যা চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে এই গণহত্যার প্রতিবাদ জানাতে হবে এবং নিরীহ মানুষের পাশে দাঁড়াতে হবে। একইসঙ্গে জাতিসংঘকে কঠোরভাবে হস্তক্ষেপ করে এই সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে এবং এসব পণ্য আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করার দাবিও জানান তারা।
এই বিক্ষোভ মিছিল ও সভায় অংশ নিয়ে তৌহিদী জনতা ফিলিস্তিনের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মানবতার পক্ষে সোচ্চার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইএইচ