Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫,

ইসরাইলি নৃশংসতার প্রতিবাতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫১ পিএম


ইসরাইলি নৃশংসতার প্রতিবাতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।সোমবার বাদ আসর জেলা কেন্দ্রীয়  বড় মসজিদের সামনে থেকে এ সমাবেশ শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন, নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আবু ইউসুফ, জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম,শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম,সদর আমীর মাওলানা নাদেরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন  জামায়াতের জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মুফতি আবদুল হান্নান।

তিনি ইসরায়েলের দখলদারিত্ব, আগ্রাসন এবং নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  বিক্ষোভ মিছিলে জপলা ও শহর জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

আরএস

Link copied!