সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫৯ পিএম
সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৫, ০৮:৫৯ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁও সরকারি কলেজে পানির মোটর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমির হোসেন (৪৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আরেক সহযোগী গুরুতর আহত হয়। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন (৪৫) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত সহযোগী শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে৷
সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজে পানির মোটর লাইনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুইজন মিস্ত্রি বিদ্যুতায়িত হয়েছেন। ঘটনাস্থলেই একজন মারা যান। আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষনিক থানা পুলিশকে অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন, কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে কলেজ কর্তৃপক্ষের ভাষ্যমতে পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে একজন মারা যান। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে।পরিবার থেকে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করার আবেদন করেছেন। প্রয়োজন সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএস