Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর প্রতিনিধি:

এপ্রিল ৮, ২০২৫, ০২:১৪ পিএম


মাদারীপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দুদকের অভিযান

মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান দুদকের টিমের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। 

মঙ্গলবার সকালে শহরের শকুনি লেকেরপাড়ে সরকারি সম্মিলিত অফিস ভবনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।

দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুষ গ্রহণ করেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান।

একই কর্মকর্তার বিরুদ্ধে ঝড়ে পড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপআনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের অর্থের লাখ লাখ টাকা আত্মসাতেরও অভিযোগ ওঠে। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে সেখানে অভিযানে যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি দল। 
যাচাইবাছাই করা হয় প্রয়োজনীয় সব কাগজপত্র। এ সময় প্রশ্ন করলে রেগে যান অভিযুক্ত জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান। দুদকের সাথে জড়ান বাকবিতন্ডায়। তদন্ত শেষে রিপোর্ট প্রধান কার্যালয়ের প্রদান শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদকের এই কর্মকর্তা।

বিআরইউ

Link copied!