Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জেলেদের সহজ শর্তে ঋণ দিতে কাজ করছে সরকার

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

এপ্রিল ৮, ২০২৫, ০৫:৩১ পিএম


জেলেদের সহজ শর্তে ঋণ দিতে কাজ করছে সরকার

দেশে ইলিশের উৎপাদন বাড়িয়ে রপ্তানির ওপর জোর দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। জাটকাকে ইলিশে রুপান্তর করতে সপ্তাহ চলাকালে নদীতে জাল ফেলতে বারণ করেছেন তিনি। জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ বরিশালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলেদের নিয়ে বরিশালে নৌ র‌্যালি ও জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ন্যায্য মূল্যে ইলিশ কিনতে, মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম্য বন্ধের কথা বলেন। জেলেদের সহজ শর্তে রিন দিতে ব্যাংক গড়তে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

উপদেষ্টা আরো বলেন, ইলিশ হলো রুপার খনি। এই সম্পদ রক্ষা করার সচেতনতা বৃদ্ধি করতেই জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন, শাস্তি দেয়ার জন্য নয়। আমাদের ইচ্ছা নারী পুরুষ এবং মৎস্যজীবী সবাই মিলে ইলিশের উৎপাদনে নতুন লক্ষ্য মাত্রা অর্জন করবো। তাই পরিকল্পনা হলো এবারে ৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন ইলিশের টার্গেট  ছাপিয়ে যাবার।

তিনি আরো বলেন, শুধু যে জেলেরা মাছ ধরবেনা তা নয়, এবং কি যারা ব্যবসা করেন। যারা পাচার করেন, যারা জাটকা ইলিশ ধরেন এবং যারা অবৈধ জাল ব্যবহার করেন এই আইন লঙ্গনকারীকে আমরা কঠোর ভাবে দমন করতে চাই।

এপরে দুপুরে কীর্তনখোলা নদীতে নৌ র‍্যালিতে অংশ নেন তিনি। ঢাক ঢোল বাজিয়ে নদীতে ব্যতিক্রমী এই আয়োজন দেখতে ভিড় হয় নদীর দুই পাড়ের মানুষের।

এর আগে সকালে নগরীর বেলর্স পার্ক মাঠে আলোচনা সভায় মৎস্য সংরক্ষণ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুর রউফ ও বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বাংলাদেশ র্কোসগার্ড (ভোলা) দক্ষিণ জোনের জোনাল কমান্ডার মোহাম্মদ ইমাম হাসান আজাদ, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ নৌবাহিনী, কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তাবৃন্ধরা।

বিআরইউ

Link copied!