Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

চৌমুহনীতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রবাসীর মৃত্যু

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

এপ্রিল ৮, ২০২৫, ০৫:৪৮ পিএম


চৌমুহনীতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রবাসীর মৃত্যু

নোয়াখালীর চৌমুহনী রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে আবুল বাসার (৫১) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। সে সেনবাগ উপজেলার কল্যান্দি গ্রামের আবদুর মালেকের পুত্র। ঘটনাটি সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লাকসাম থেকে সোনাপুর গামী সমতট এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেনটি চৌমুহনী রেল স্টেশন থেকে দক্ষিণ দিকে সোনাপুর অভিমুখী হওয়ার জন্য সিগন্যাল পড়ার পর ছেড়ে যাওয়ার সাথে সাথে আবুল বাসার ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে শরীর থেকে তার মাথা আলাদা হয়ে যায়। এসময় তার কাছে থাকা পাসপোর্ট, বিমানের টিকেট, একুশে বাসের টিকেট এবং কাতারের ওয়ার্ক পারমিট পাওয়া যায়।

নিহতের ভাই জাবেদ জানান, তার ভাই কাতারে ছিল। কিন্তু কখন বাংলাদেশে এসেছে তা কারো জানা নেই। অথচ তিনি দেশে গিয়ে ট্রেনের নিচে পড়ে মারা গেল এটা বিশ্বাস হয় না। তবুও আসল বিষয় নিয়ে আমরা রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে মৃত্যুর রহস্য নিয়ে যোগাযোগ করেছি।

চৌমুহনী জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রদীপ কুমার মজুমদার বলেন, নিহতের ভাই ও তার স্ত্রী এসে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেও লাশের সুরতহাল লিখে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!