Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

কুড়িগ্রামে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ৮, ২০২৫, ০৯:১২ পিএম


কুড়িগ্রামে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

কুড়িগ্রামে ভূমি অধিগ্রহণের জমির মূল মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম-দাশেরহাট বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির মূল মালিকদের মাঝে প্রায় পৌনে ১কোটি টাকার চেক বিতরণ করা হয়। 

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে এই চেক প্রদান করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন-ভূমি অধিগ্রহণের টাকা তুলতে এসে কেউ যদি হয়রানি কিংবা প্রতারণার শিকার হন তাহলে সরাসরি আমার কাছে অভিযোগ করবেন। অভিযোগের সত্যতা পেলে আমি অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নিবো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ, কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ভূমি অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. উমর ফারুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। 

আরএস
 

Link copied!