Amar Sangbad
ঢাকা শনিবার, ১২ এপ্রিল, ২০২৫,

ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা)

এপ্রিল ৮, ২০২৫, ০৯:৩৫ পিএম


ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বেলাল হোসেন (৬০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার বিকেলে ঈশ্বরদী-ঢাকা রেল পথের ভাঙ্গুড়া পৌর সদরে বড়াল ব্রিজ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াল ব্রিজ রেল স্টেশনের বুকিং সহকারী মো. শফিউল আলম মুন্সী।

নিহত বেলাল উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহনগর ভিটাপাড়া গ্রামের মৃত আঃ ছামাদের ছেলে। পেশায় তিনি দিনমজুর শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেন বড়াল ব্রিজ স্টেশনে বিরতি দেয়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করার সময় বেলাল হোসেন ট্রেনের পিছনের বগির নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা ভাঙ্গুড়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে। তবে তিনি মানসিক রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

আরএস

Link copied!