মাগুরা প্রতিনিধি:
এপ্রিল ৯, ২০২৫, ১১:০১ এএম
মাগুরা প্রতিনিধি:
এপ্রিল ৯, ২০২৫, ১১:০১ এএম
মাগুরায় সেনা ক্যাম্পের কর্মকর্তারা তাদের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্র-মাদকসহ ৯ জনকে গ্রেফতার করেছেন।
ক্যাম্পের গোয়েন্দা কর্তৃক গৃহীত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাগুরা জেলার সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী মো. ফরিদ হাসান খান অবস্থান করছেন।
এরই সূত্র ধরে আজ (৯ এপ্রিল) রাত ১ টায় লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক নেতৃত্বে ১৪ বীর কর্তৃক উক্ত এলাকায় অস্ত্র অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মেজর সাফিন এর নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্প এবং ক্যাপ্টেন রাফিউল আহসানের নেতৃত্বে মোহাম্মদপুর আর্মি ক্যাম্প অংশগ্রহণ করে। এছাড়াও উক্ত অভিযানে লে. ফাহাদ আনোয়ার তকি ও লে. মো. শাহরিয়ার হোসেন হিমেল অংশগ্রহণ করে।
উক্ত অভিযানে বেশকিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র,ধারালো অস্ত্র এবং মাদক সহ মো. ফরিদ হাসান খান ও তার ০৮ জন সহযোগীকে আটক করা হয়।
এ অভিযানে, চাইনিজ পিস্তল- ০১ টি,ম্যাগাজিন - ০১ টি,ওয়ান শুটার গান- ০২ টি,ওয়ান শুটার গান এ্যামুঃ - ০৪ টি,এয়ার গান- ০১ টি, এয়ার গান এ্যামুঃ - ২৬৪ রাউন্ড, ২২ এ্যামুনিশন- ০৭ রাউন্ড, পিস্তল এ্যামুনিশন- ০১ রাউন্ড,চাইনিজ কুড়াল - ০২ টি, চাপাতি - ০৬ টি,মদ - ০২ বোতল (কেরু এ্যান্ড কোং),নগদ অর্থ - ১,৪৫,০০০/- এবং ১১টি মোবাইল জব্দ করা হয়।
ঘটনাস্থল হতে সর্বমোট নয়জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ফরিদ হাসান খান (৫৬) পিতাঃ মৃত হাবিবুর রহমান গ্রামঃ পারলা থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মোঃ সোহেল রেজা (৩৮) পিতাঃ মৃত আঃ খালেক বিশ্বাস গ্রামঃ বন্যাতৈল থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মো. নূহুদারুল হুদা (৫৯) পিতাঃ মৃত নুরুল হুদা গ্রামঃ হাসপাতাল পাড়া থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মোঃ ইলিয়াছ খান (৩৩) পিতাঃ আঃ মালেক খান গ্রামঃ জামুরা থানাঃ পটুয়াখালী সদর জেলাঃ পটুয়াখালী। মো. আইনূল হোসাইন (৪৪) পিতাঃ আঃ রউফ মোল্ল্যা গ্রামঃ রাখেরা, থানাঃ শ্রীপুর জেলাঃ মাগুরা। মো. আব্দুল জলিল জুয়েল (৩৫) পিতাঃ মৃত হাফিজুর রহমান গ্রামঃ আবালপুর থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। মো. শাহিন শেখ (২৮)পিতাঃ লাল মিয়া শেখ গ্রামঃ মাগুরা থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা। সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)পিতাঃ নুরুল আলম গ্রামঃ মোহাম্মদপুর থানাঃ আদাবর জেলাঃ ঢাকা।কাজী আরিফুল হক (৪৫) পিতাঃ মৃত আনারুল হক গ্রামঃ ভায়না থানাঃ মাগুরা সদর জেলাঃ মাগুরা।
সংশ্লিষ্ট তথ্যসূত্রে জানা গেছে, ফরিদ হাসান খান বর্তমানে অত্র মাগুরা সদর এলাকায় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, লুটপাট,ভয়ভীতি প্রদর্শনসহ নানান ধরনের অপকর্মে লিপ্ত ছিল বলে নানান মহল থেকে অভিযোগ আসে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃত আসামিদেরকে জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিআরইউ