Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

আখাউড়ায় রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২১০ লিটার ডিজেল উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৫, ০২:৩৭ পিএম


আখাউড়ায় রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ২১০ লিটার ডিজেল উদ্ধার

বাংলাদেশ রেলওয়ে পুলিশ নিয়মিতভাবে রেলওয়ের সম্পদ এবং যাত্রী ও প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সময় বিশেষ অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল আখাউড়া রেলওয়ে থানার একটি চৌকস অপারেশন টিম গোপন সংবাদের ভিত্তিতে কোড্ডা রেলওয়ে ব্রিজের পশ্চিম পাশে, রেলওয়ে কিলোমিটার নং ২০৩/৪ এর পিলারের গোড়ায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন তথ্য ছিল যে, ট্রেনের কিছু কর্মচারী ও স্থানীয় অজ্ঞাত ব্যক্তিদের যোগসাজশে রেলের ডিজেল চুরি করা হচ্ছে। অভিযানের সময় দেখা যায়, একটি মালবাহী কনটেইনার ট্রেন, সবুজ সংকেত থাকা সত্ত্বেও, ইঞ্জিনের সামনে লাইট বন্ধ করে থেমে আছে।

পুলিশি উপস্থিতি টের পেয়ে ট্রেনচালক এবং সহকারী চালক দ্রুত ইঞ্জিন চালু করে ট্রেনটি ঢাকার দিকে নিয়ে চলে যায়।

অপারেশন টিম ট্রেন থামানোর সংকেত দিলেও ট্রেন থামেনি। এরই মধ্যে চোরাইকাজে যুক্ত অন্যান্য অজ্ঞাত লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে ফেলে রেখে যায় তেলভর্তি দুটি ড্রাম ও তেল চুরির কাজে ব্যবহৃত কিছু সামগ্রী। অভিযানে মোট ২১০ লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২১,০০০ টাকা।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে যাদের গ্রেপ্তার করা হয় তারা হলেন— মো. নাসির উদ্দিন (লোকোমাস্টার), আ. রাজ্জাক (সহকারী লোকোমাস্টার), মো. ওমর ফারুক (পরিচালক/গার্ড), পারভেজ ওরফে জাফর (৩১), কাজী রতন (৪৫), মুরাদ (২৮), ইসহাক (৩০), শামিম (৪৭)।  

তারা সকলেই আখাউড়া উপজেলার কোড্ডা গ্রামের বাসিন্দা। এছাড়াও অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে- একটি নীল রঙের পুরাতন প্লাস্টিক ড্রামে ২০০ লিটার ডিজেল, একটি ছোট ড্রামে ১০ লিটার ডিজেল একটি বড় সিলভার পাতিল (যাতে ডিজেলের গন্ধ রয়েছে), একটি পুরাতন বাঁশ (দৈর্ঘ্য ৬ ফুট ৭ ইঞ্চি)।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!