Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫,

ফেনীতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ২৯ হাজার শিক্ষার্থী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

এপ্রিল ৯, ২০২৫, ০২:৪২ পিএম


ফেনীতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ২৯ হাজার শিক্ষার্থী

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের অন্যান্য স্থানের মতো ফেনীতেও শুরু হতে যাচ্ছে।

এ বছর ফেনী জেলায় ২৯ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার ৩৭টি কেন্দ্রে ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ২২ হাজার ৫৪৯ জন, দাখিল পরীক্ষার্থী ৫ হাজার ৮৮৯ জন এবং ভোকেশনাল শাখায় ১ হাজার ১৭১ জন।

এ বছর বাংলা ১ম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা গ্রহণ করা হবে।

ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ “আমার সংবাদ”কে জানান, জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর সারাদেশে বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।

ইএইচ

Link copied!