Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার নাটক, চট্টগ্রাম থেকে জীবিত উদ্ধার যুবক

জাহিদ হাসান, মাদারীপুর

জাহিদ হাসান, মাদারীপুর

এপ্রিল ৯, ২০২৫, ০২:৫৪ পিএম


প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যার নাটক, চট্টগ্রাম থেকে জীবিত উদ্ধার যুবক

প্রতিপক্ষকে ফাঁসাতে গুম ও হত্যার নাটক সাজিয়ে থানায় মামলা করার দুই দিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে আত্মগোপনে থাকা যুবক আলাউদ্দিন বেপারীকে (২৫)।

সোমবার রাতে তাকে উদ্ধার করে মঙ্গলবার মাদারীপুরে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত শনিবার (৫ এপ্রিল) মাদারীপুর সদর মডেল থানায় আলাউদ্দিনের মা রানু বেগম বাদী হয়ে তার ছেলেকে অপহরণ করে হত্যার পর লাশ গুম করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনকে নামীয় এবং ৫–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ১ এপ্রিল সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী গ্রামে মলফত বেপারীর ঘরে প্রবেশ করে প্রতিবেশী ইলিয়াস মোল্লাসহ বেশ কয়েকজন। তারা ঘরের আলমিরা ভেঙে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে এবং মলফত বেপারীর ছেলে আলাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। বাধা দিলে মারধর করে আহত করা হয় রানু বেগমকে। পরে তারা আলাউদ্দিনকে হত্যা করে লাশ গুম করেছে—এমন অভিযোগ করেই মামলাটি দায়ের করা হয়।

তবে পুলিশ তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে আলাউদ্দিনকে জীবিত উদ্ধার করে। এতে প্রতিপক্ষ ইলিয়াস মোল্লাসহ অন্যদের ফাঁসাতে একটি সাজানো নাটক ছিল বলে প্রমাণ মেলে। মামলার আসামি ও তাদের পরিবারের সদস্যরা এই ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, “গুম ও খুনের মামলার ঘটনায় ‘ভিকটিম’কে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!