পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৫, ০৩:৪৫ পিএম
পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৫, ০৩:৪৫ পিএম
গাজায় মুসলমানদের ওপর ইসরাইলের চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে গাজীপুর মহানগরীর পূবাইলে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে পূবাইল বাজার সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। শিক্ষার্থীরা ইসরাইলের আগ্রাসন ও গাজায় নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষকরা বলেন, “গাজা শুধু একটি ভূখণ্ড নয়, এটি বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। সেখানে ইসরাইল যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে নিরীহ মানুষ হত্যা করছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।”
তারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান—রাষ্ট্রীয়ভাবে ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং আন্তর্জাতিক মহলে এ নির্মমতার বিরুদ্ধাচরণ করতে। একই সঙ্গে বিশ্ববাসীর প্রতি ইসরাইলি পণ্যের বর্জনেরও আহ্বান জানান বক্তারা।
ইএইচ