Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ৯, ২০২৫, ০৪:১৯ পিএম


‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়

পল্লীশ্রী সংগঠনের প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইমপাওয়ারম্যান্ড প্রকল্পের আয়োজনে এবং দাতা সংগঠন ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগিতায় বুধবার দিনাজপুর কোতয়ালী থানার হলরুমে বেলা ১২ টায় "নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের ভূমিকা" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান।

সভায় বক্তব্য রাখেন কোতয়ালী থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান, বালুবাড়ী থানা ইনচার্জ মো. বাবর আলী, কোতয়ালী থানা ইন্সপেক্টর (অপস) আব্দুল হাই, পল্লীশ্রী‍‍`র প্রোগ্রাম অফিসার শাহাজাদী শিরিন, পল্লীশ্রী‍‍`র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস, ৯নং আস্করপুর সিবিও প্রধান রেহানা, ১নং চেহেল গাজী ইউনিয়নের মাঝাডাঙ্গা সিবিও প্রধান সবুরা, সিবিও উপদেষ্টা মো. নাজিম উদ্দিন, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের সিবিও সদস্য বেলীসহ দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ কর্মকর্তারা।

সভায়, সভাপতি মো. মতিউর রহমান বলেন, "নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজে পুলিশের ব্যাপক ভূমিকা রয়েছে। তবে আমরা অনেক সময় নিরুপায় হয়ে থাকি, কারণ সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে অপরাধীরা পার পেয়ে যায়। পাশাপাশি, অনেক সময় অভিযোগকারীরা নিজেদের মধ্যেই বিষয়গুলো মীমাংসা করে ফেলেন, যার কারণে আইনি বিচার প্রক্রিয়া আটকে যায়।"

তিনি আরও বলেন, "পুলিশ বিভাগের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিক যদি নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন, তবে আমি আশাবাদী যে, দেশে আর কোনো নারী ও শিশু নির্যাতন ঘটবে না।"

তিনি পল্লীশ্রী সংগঠনের কার্যক্রমে পুলিশ বিভাগের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, "পল্লীশ্রী যদি কোন সহযোগিতা চায়, তবে আমরা নির্দ্বিধায় তাদের পাশে থাকব।"

ইএইচ

Link copied!