মাসুদ পাটওয়ারী, মনপুরা (ভোলা)
এপ্রিল ৯, ২০২৫, ০৪:৫৬ পিএম
মাসুদ পাটওয়ারী, মনপুরা (ভোলা)
এপ্রিল ৯, ২০২৫, ০৪:৫৬ পিএম
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ হত্যার মামলার প্রধান আসামী আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করে ভোলায় নিয়ে আসা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবিরের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তাসহ এই অভিযান পরিচালনা করেন মনপুরা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মিজি, হলিম মিজি এবং করিম মিজি।
বুধবার সকালে এ বিষয়ে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান জানান, "মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নুরউদ্দিন মার্কেট সংলগ্ন বেড়ি বাঁধের জিও ব্যাগের কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ছাত্রদল নেতা রাশেদের মৃত্যু হয়। উক্ত ঘটনায় মনপুরা থানায় মামলা হওয়ার পর থেকে প্রধান আসামীসহ একাধিক আসামী পলাতক ছিল। অবশেষে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।"
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, "নিহত ছাত্রদল নেতা রাশেদ হত্যার মামলার আসামীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান পরিচালনা করি এবং গিয়াস উদ্দিন মিজিসহ তিন আসামীকে গ্রেফতার করে ভোলায় নিয়ে আসি। আসামীদেরকে মনপুরা বিজ্ঞ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।"
ইএইচ