Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

মান্দায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

এপ্রিল ১০, ২০২৫, ১২:৫১ পিএম


মান্দায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ৭নং প্রসাদপুর ও ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের সংযোগস্থল পারইনাতপুর মোড়ে ‘সবার আগে বাংলাদেশ ক্লাব’ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে  এ লাঠিখেলার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী এই লাঠিখেলা অনুষ্ঠানে শত শত দর্শকের ভিড়ের মাঝে মান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু বলেন, গ্রামগঞ্জের এসব খেলাধুলার চর্চা অব্যাহত রেখে আমাদের প্রাচীন সংস্কৃতি ধরে রাখতে হবে। 

তিনি বলেন, চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতি আমাদের লাঠিখেলা। প্রাচীন এসব খেলাধুলা হারিয়ে যেতে বসেছে, অথচ এই খেলা আমাদের সংস্কৃতিরই অংশ। তাই গ্রামীণ লোকজ সংস্কৃতি ধরে রাখতে লাঠিখেলা চর্চা অব্যাহত রাখতে হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি ছিলেন, প্রসাদপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কাঁশোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা, প্রসাদপুর ইউনিয়ন বিএনপি‍‍`র যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, তালহা জোবায়ের, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জামিল হোসেনসহ উভয় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিআরইউ 
 

Link copied!