Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

বাঁশখালীতে ‘হাতি’ মেরে তুলে নিয়ে গেল দাঁত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

এপ্রিল ১০, ২০২৫, ০১:১৬ পিএম


বাঁশখালীতে ‘হাতি’ মেরে তুলে নিয়ে গেল দাঁত

চট্টগ্রামের বাঁশখালীতে বিশালাকার একটি হাতিকে কুপিয়ে হত্যা করে হাতিটির মূল্যবান দাঁত নিয়ে গেছে দস্যুরা। শরীরে ক্ষত-বিক্ষত হাতিটি পঁচে ফুলে মোটা হয়ে পড়ে রয়েছে। ঘটনাটি ঘটেছে বনবিভাগের বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী মনুরমার ঝিরি পাহাড়ি এলাকায়।

গত বুধবার (৯ এপ্রিল) রাতে  স্থানীয় বন বিভাগ খবর পেলেও এখন পর্যন্ত ময়না তদন্তের খোঁজ মিলে নি।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হাতিটির বিশালকার ২টি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মুখের ভিতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। ৪ পায়ের বিভিন্ন অংশেও ক্ষত চিহ্ন আছে। হাতিটি পঁচে ফুলে গন্ধ ছড়াচ্ছে বলে তারা জানায়।

এ বিষয়ে বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটি ময়না তদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিআরইউ 
 

Link copied!