Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

সাবেক এমপির পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল

এপ্রিল ১০, ২০২৫, ০২:২৬ পিএম


সাবেক এমপির পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ

মাটিরাঙ্গা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ করা হয়েছে।

এই উপহার সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার তিনটি এসএসসি পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্কের মাধ্যমে এই উপহার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উদ্যোগটি বাস্তবায়নে সহায়তা করে মাটিরাঙ্গা পৌর বিএনপি ও পৌর ছাত্রদল।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর ছাত্রদলের নেতা শাহিন ও কলেজ ছাত্রদলের আসাদসহ পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মাটিরাঙ্গা উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় মোট ১ হাজার ৫৫৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে এসএসসি (জেনারেল) পরীক্ষার্থী ১ হাজার ২৩০ জন, দাখিল ২০০ জন এবং ভোকেশনাল ১২৬ জন। সাতটি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বলেন, “শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি আমাদেরও দায়বদ্ধতা রয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে আমরা এই সামান্য উদ্যোগ নিয়েছি।”

ইএইচ

Link copied!