Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০২:৪৬ পিএম


দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

এ বছর পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৭ জন রয়েছে।

পরীক্ষার্থীদের শ্রেণিবিন্যাস অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন, অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন।

রংপুর বিভাগের আটটি জেলার ২৮০টি কেন্দ্রে মোট ২ হাজার ৭৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে।

জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা

  •    রংপুর: ৫১টি কেন্দ্রে ৩২,৯৮৫ জন

  •    গাইবান্ধা: ৪০টি কেন্দ্রে ২৫,৩০৩ জন

  •    নীলফামারী: ২৭টি কেন্দ্রে ২১,১২১ জন

  •    কুড়িগ্রাম: ৩৪টি কেন্দ্রে ২০,৫৩৪ জন

  •    লালমনিরহাট: ২০টি কেন্দ্রে ১৩,৮৫৫ জন

  •    দিনাজপুর: ৬২টি কেন্দ্রে ৩৮,১৩২ জন

  •    ঠাকুরগাঁও: ২৪টি কেন্দ্রে ১৭,৯৮৪ জন

  •    পঞ্চগড়: ২২টি কেন্দ্রে ১২,৪৯৬ জন

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!