Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

সাঘাটায় মানবতার জয়গান: অসহায় বৃদ্ধ পেলেন নিরাপদ আশ্রয়

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

ইয়ামিন হাসান, সাঘাটা (গাইবান্ধা)

এপ্রিল ১০, ২০২৫, ০২:৪৯ পিএম


সাঘাটায় মানবতার জয়গান: অসহায় বৃদ্ধ পেলেন নিরাপদ আশ্রয়

মানবতা এখনও জীবন্ত—এ কথা আবারও প্রমাণ করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার একদল উদ্যমী তরুণ। ‘মানবতার দর্পণ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দেশি ও প্রবাসী তরুণদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি বারবার দেখিয়ে দিচ্ছে, মানুষের জন্য কিছু করতে পারাই সবচেয়ে বড় সফলতা।

সম্প্রতি সংগঠনটির উদ্যোগে উপজেলার উত্তর সাথালিয়া গ্রামের হতদরিদ্র, অক্ষম ৭০ বছর বয়সী আব্দুল হামিদের জীবনে এসেছে এক নতুন সকাল। দীর্ঘদিন ধরে ছেঁড়া পলিথিন ও কাঠের টুকরো দিয়ে বানানো জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন যাপন করছিলেন তিনি। ঝড়-বৃষ্টি, শীত কিংবা রোদ—প্রতিটি দিন কাটতো ভয়ের মধ্যে।

‘মানবতার দর্পণ’ সংগঠনের নিজস্ব অর্থায়নে টিনশেডের একটি নিরাপদ ঘর নির্মাণ করে আব্দুল হামিদের জন্য সেই দুর্দশার অবসান ঘটায়। এখন তিনি একটি নিরাপদ আশ্রয়ে শান্তিতে দিন কাটাচ্ছেন। চোখে জল নিয়ে তিনি বলেন, “ভেবেছিলাম খোলা আকাশের নিচেই শেষ জীবন কেটে যাবে। আজ এই ঘরটা যেন আমার কাছে স্বপ্নের মতো।”

এই ঘর নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ১৮ হাজার ৬২০ টাকা। সংগঠনের সভাপতি মানিক সরকার, সিনিয়র সহ-সভাপতি শিহাব বেপারী, সাধারণ সম্পাদক সাফায়েত বাপ্পি, সাংগঠনিক সম্পাদক স্বপন মিয়া, অর্থ সম্পাদক জাকির মিয়া, প্রধান উপদেষ্টা রেজওয়ান মন্ডলসহ অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমে এই মহৎ কাজটি বাস্তবায়ন হয়।

সিনিয়র সহ-সভাপতি শিহাব বেপারী বলেন, “আমরা চাই, সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। একজনের জীবন বদলাতে পারাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা।”

সভাপতি মানিক সরকার বলেন, “মানবতার ছায়াতলে সবাইকে নিয়ে আসার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। এই ক্ষুদ্র উদ্যোগ সমাজে বড় পরিবর্তনের বার্তা দিক।”

উল্লেখ্য, ইউপি সদস্য আব্দুল হাই জানান, সংগঠনের এমন মানবিক উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। তিনি নিজেও পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে সাঘাটা উপজেলার ইউএনও মির মো. আল কামাহ তমাল জানান, সংগঠনের এই ইতিবাচক কাজগুলোতে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

ইএইচ

Link copied!