নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
এপ্রিল ১০, ২০২৫, ০২:৫৭ পিএম
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
এপ্রিল ১০, ২০২৫, ০২:৫৭ পিএম
কুষ্টিয়া শহরের থানাপাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরমান আলী (৩৫) নামের এক রিকশাচালককে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চর থানাপাড়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত ছুরমান আলী ওই এলাকার কালাম হোসেনের ছেলে। ঘটনার পর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আবদুল হাকিমের বাড়িতে চুরির ঘটনায় ছুরমান আলী জড়িত—এমন অভিযোগে বৃহস্পতিবার ভোররাতে ১০-১২ জন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ভোরে এক প্রতিবেশীর বাড়ির শৌচাগারের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ছুরমানের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে বর্বর নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, “চুরির অভিযোগে ডেকে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ পেয়েছি। মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ইএইচ