লক্ষ্মীপুর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:০৫ পিএম
লক্ষ্মীপুর প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:০৫ পিএম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাইজ উদ্দিন (৩৫) নামে এক কর্মী নিহত হয়েছেন।
এ ঘটনায় তিন দিন পর রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহতের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
মামলায় তার ছোট ভাই মেহেদী কবিরাজসহ ২৬ জনের নাম উল্লেখ করে আরও ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ ঘটনায় সাইজ উদ্দিন হত্যা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১৬ জন নেতাকে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজী, ২ নম্বর চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক আহাম্মদ তারেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বৃহস্পতিবার রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সালেহ আহম্মদ ও সদস্য সচিব শফিকুর রহমান ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চরবংশীতে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ, সাইজ উদ্দিনের মৃত্যু, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃতদের আজীবনের জন্য দল থেকে অপসারণ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মামলার বিষয়টি নিশ্চিত করছি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর থেকে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। ঘটনার চার দিন পার হলেও এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে।
ইএইচ