Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ

বিজয়নগর প্রতিনিধি

বিজয়নগর প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৩:০৯ পিএম


বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মুরাদ হোসেন মুন্না নির্মমভাবে নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আউলিয়া বাজারে স্থানীয় জনতা ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বিজয়নগরের সেজামোড়া সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটক করে নির্মমভাবে পিটিয়ে আহত করে। পরে তাকে ফেলে রেখে যাওয়া হলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন—জেলা হেফাজতে ইসলাম নেতা মাওলানা জুনায়েদ কাসেমী, বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন, হেফাজত নেতা মুফতি রহমতুল্লাহ কাসেমী, পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (শিশু মিয়া), বিএনপি নেতা মো. ইয়াহিয়া খাঁন, এনসিপি নেতা জোহান আহমদ ও মো. খাইরুল ইসলাম, উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহ আলম, সাবেক ছাত্রদল নেতা মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, মো. সুমন হাজারী ও রানা প্রমুখ।

বক্তারা বলেন, “ভারতীয় বিএসএফের এই নির্মম হত্যাকাণ্ড গভীরভাবে উদ্বেগজনক। এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের লঙ্ঘন। দোষীদের বিচারের আওতায় আনতে সরকারকে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।”

তারা আরও বলেন, “বারবার বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফ-এর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা চলতেই আছে। এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।”

বক্তারা ভারত সরকারকে দায়ী করে দোষীদের বিচার এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

ইএইচ

Link copied!