পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:২৮ পিএম
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:২৮ পিএম
সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় পৃথক ৬টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৪’শ ৬৬ জন।
প্রথম দিনের এসএসসি’র বাংলা প্রথমপত্র, দাখিলের কোরআন মাজীদ ও তাজভিদসহ ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮’শ ৭৯ জন।
এর মধ্যে উপস্থিত ছিলেন ৩ হাজার ৭’শ ৭২ জন এবং অনুপস্থিত ছিলেন ৫৭ জন পরীক্ষার্থী।
পরীক্ষা কেন্দ্রগুলো ছিল- পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ, ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় এবং পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা।
প্রথম দিনের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। এ সময় কেন্দ্র সচিব আব্দুল বারী সরকার, তদারকি কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার মো. ফারুক হোসাইন, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, প্রথম দিনের পরীক্ষা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্র এবং ভোকেশনাল কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলাম, তদারকি কর্মকর্তা সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান মন্ডল, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার মো. ফেরদৌস তাপসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানসহ অন্যান্য পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
এদিকে, পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মুহা. মাহবুবুল আলম, তদারকি কর্মকর্তা সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল, ফেরদৌসি বেগম, বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ কেন্দ্র সচিব উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হোসেন, তদারকি কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ম. শহীদ উল্লাহ ভূঞা, ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম, তদারকি কর্মকর্তা সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল, বিএডিসি’র উপ-সহকারি প্রকৌশলী আল জোবায়ের আসিফ এবং তালুকজামিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন, তদারকি কর্মকর্তা উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর আব্দুল মুত্তালিব এবং সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. মাহমুদুল হাছানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ইএইচ