Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৩:৪৯ পিএম


কালিয়াকৈরে এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বচ্যুত শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে নকল ও পরীক্ষাবিধি লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে।

ঘটনার পরপরই পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সোহেল রানাকে কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্বহীন করা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের জানান, "আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ। শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক—দুই পক্ষের বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ বিশ্লেষণ করে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে শিক্ষা অফিস প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।

এদিকে, কেন্দ্র সচিব ঘটনার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছেন। এসএসসি পরীক্ষায় কালিয়াকৈর উপজেলায় একাধিক কেন্দ্র রয়েছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতো।

ইএইচ

Link copied!