ডামুড্যা প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:৫৭ পিএম
ডামুড্যা প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫, ০৩:৫৭ পিএম
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় ৪টি কেন্দ্রে ১,৩১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ২২ জন অনুপস্থিত ছিলেন।
ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ে (এসএসসি) মোট পরীক্ষার্থী ছিলেন ৬৪৯ জন, উপস্থিত ছিলেন ৬৪০ জন এবং অনুপস্থিত ছিলেন ৮ জন। কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে মোট পরীক্ষার্থী ২০৬ জন, উপস্থিত ছিলেন ২০৩ জন, অনুপস্থিত ছিলেন ৩ জন। আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৩০৩ জন, উপস্থিত ছিলেন ৩০০ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ জন। ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসায় (দাখিল) মোট পরীক্ষার্থী ছিল ২৬০ জন, উপস্থিত ছিলেন ২৫২ জন এবং অনুপস্থিত ছিলেন ৮ জন।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার সুকন্ঠ ভক্ত এবং ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল কেন্দ্র, কনেশ্বর শ্যামাচরণ এডওয়ার্ড ইনস্টিটিউশন, ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা এবং আলহাজ্ব আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল মালেক জানান, ডামুড্যা উপজেলায় এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।
ইএইচ