Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

নড়াইলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৪:৪৭ পিএম


নড়াইলে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার তিনটি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৪৮ নেতা-কর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে লোহাগড়া আমলি আদালতের বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের মোট ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক সাবরিনা চৌধুরী জামিন নামঞ্জুর করে সকল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে জামিন শুনানির সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামঞ্জুর হওয়ায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

ইএইচ

Link copied!