Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে ২৮ হাজার ৭৭০ জন পরীক্ষা দিচ্ছে

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

এপ্রিল ১০, ২০২৫, ০৫:৩৫ পিএম


কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে ২৮ হাজার ৭৭০ জন পরীক্ষা দিচ্ছে

কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর অনুষ্ঠিত পরীক্ষায় ৫৬টি পরীক্ষাকেন্দ্রে ২৮ হাজার ৭ শত ৭০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল ৯টায় পরীক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে কেন্দ্রে প্রবেশ করে।

আইনশৃঙ্খলা বাহিনী সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে।

জেলা সদরের কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৯২৬ জন এবং সরকারি বালক কেন্দ্রে ৬৩৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম জানান, আজ বাংলা ১ম পত্র পরীক্ষায় ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ।

জেলা প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করায় কোথাও কোনো প্রকার বিঘ্ন ঘটেনি।

ইএইচ

Link copied!