Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

রাজবাড়ীতে সাবেক পৌর মেয়র কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৬:৪৩ পিএম


রাজবাড়ীতে সাবেক পৌর মেয়র কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডলকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর গুলি বর্ষণসহ নানা অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুর রাজ্জাক জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামী নজরুল ইসলাম মন্ডল। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

ইএইচ

Link copied!