Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেপ্তার

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

এপ্রিল ১০, ২০২৫, ০৭:২০ পিএম


পাবনার ধর্ষণ মামলার আসামি মিলন ঢাকায় গ্রেপ্তার

পাবনায় গত ১১ ফেব্রুয়ারির রাতে মিলন হোসেন (৩০) নামের এক যুবক এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে ভুক্তভোগী নারী ও তার সন্তানকে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তীতে ধর্ষণের শিকার ওই নারী আদালতের মাধ্যমে পাবনা সদর থানায় মিলনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুর দারুস সালাম থানার ভোলারটেক এলাকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং র‌্যাব-২, সিপিসি-৩ ঢাকা আগারগাঁও এর যৌথ আভিযানিক দল, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মো. মিলন হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত মিলন হোসেন পাবনা সদর থানার চর রাধাকান্তপুর গ্রামের মো. ইসলাম সরদারের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!