Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

শ্রুতি লেখকের সহায়তায় দাখিল পরীক্ষায় অংশ নিলেন সাদিয়া

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৭:২৬ পিএম


শ্রুতি লেখকের সহায়তায় দাখিল পরীক্ষায় অংশ নিলেন সাদিয়া

বগুড়ার সোনাতলায় ফাযিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে একটি নিরিবিলি কক্ষে, একটি মাত্র বেঞ্চে বসে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন শারীরিক প্রতিবন্ধী সাদিয়া খাতুন। জন্ম থেকেই দুই হাত অক্ষম হওয়ায় শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক এবং কেন্দ্র সচিব অধ্যক্ষ আতাউর রহমান আনসারী সাদিয়ার কক্ষে গিয়ে খোঁজখবর নেন।

সাদিয়া খাতুন সোনাতলা উপজেলার জাহানাবাদ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী এবং উত্তর দিঘলকান্দি গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। শারীরিক অক্ষমতার কারণে তিনি প্রশ্ন দেখে মুখে উচ্চারণ করেন এবং তার মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী শ্রুতি লেখক হিসেবে উত্তর লেখেন।

কেন্দ্র সচিব আতাউর রহমান আনসারী জানান, এ কেন্দ্রে ২৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ৪ জন অনুপস্থিত ছিলেন। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নিয়মানুযায়ী শ্রুতি লেখক সঙ্গে রাখার সুযোগ রয়েছে এবং অতিরিক্ত ১৫ মিনিট সময় প্রদান করা হয়।

উল্লেখ্য, সোনাতলা উপজেলায় মোট ৭টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলো হলো- সোনাতলা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মহিষরাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, শেখাহাতি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, সোনাতলা ফাযিল ডিগ্রি মাদ্রাসা, বয়ড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং সুখানপুকুর উচ্চ বিদ্যালয়।

সবকটি কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!