Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫,

সিলেটে সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ব্যুরো

সিলেট ব্যুরো

এপ্রিল ১০, ২০২৫, ০৭:৩৬ পিএম


সিলেটে সীমান্তবর্তী এলাকায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৫ লাখ ৩৩০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বাংলাবাজার, বিছনাকান্দি, উৎমা লবিয়া, কারাইরাগ, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল ও প্রতাপপুর বিওপি কর্তৃক পরিচালিত যৌথ অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল—দুই ধরনের ইনজেকশন, চিনি, সাবান, পাথর, মাল্টা, আঙুর, নারিকেল, চকলেট, ফুচকা, শীতের কম্বল, সুপারি, সালফার ও মদ।

এছাড়াও বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ, চোরাচালানে ব্যবহৃত ট্রলি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও আটক করা হয়।

এ বিষয়ে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে।”

তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!