Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫,

গাজায় হামলার প্রতিবাদ সমাবেশ ও সংহতি র‌্যালি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

এপ্রিল ১০, ২০২৫, ০৮:২৭ পিএম


গাজায় হামলার প্রতিবাদ সমাবেশ ও সংহতি র‌্যালি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ইতিহাসের ঘৃণ্যতম বর্বর হামলার প্রতিবাদে ময়মনসিংহ বিএনপির সংহতি র‌্যালীতে জনতার ঢল নেমেছে। এ সময় ‘নাযরে তাকবীর, আল্লাহু আকবার’ শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে পুরো নগরী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে এই সংহতি র‌্যালী বের হয়ে নতুন বাজার, গাঙ্গিনাপাড় ও স্টেশন রোড এলাকা পেরিয়ে যায়।

এর আগে টাউন হল মোড়ে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সংহতি র‌্যালীর পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আরেক সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আহজাদ আলী, কাজী রানা, ফারজানা রহমান হুসনা, শামীম আজাদ, একেএম মাহাবুবুল আলম, শাহ শিব্বির আহমেদ ভুলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এদিকে, এই সংহতি র‌্যালীকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে, নগরীর বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে টাউন হল মোড়ে এসে সমাবেশে যোগ দেয়। এ সময় দলীয় নেতাকর্মীদের ঢল নামে টাউন হল প্রাঙ্গণে।

ইএইচ

Link copied!