Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

মিরপুরে তথ্য গোপন করায় শিক্ষক বহিষ্কার

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৫, ০৯:২১ পিএম


মিরপুরে তথ্য গোপন করায় শিক্ষক বহিষ্কার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে এক শিক্ষককে পরীক্ষা সংশ্লিষ্ট সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে ১২ নম্বর কক্ষে, কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন মাজিহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক আলাউদ্দিন।

তদন্তে জানা যায়, তার মেয়ে কেএইচএন মাধ্যমিক বিদ্যালয় থেকে ওই কেন্দ্রেই পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়েছিল।

কেন্দ্র সচিব আব্দুছ ছালাম জানান, শিক্ষক আলাউদ্দিন তার মেয়ে পরীক্ষা দিচ্ছে, এমন তথ্য গোপন করে দায়িত্ব গ্রহণ করেন। এটি নিয়মবিরোধী। বিষয়টি জানার পর তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান কেন্দ্র সচিব।

ইএইচ

Link copied!