Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

বরিশালে আ.লীগের দোসর আব্দুর রহিমের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

এপ্রিল ১১, ২০২৫, ০২:১০ পিএম


বরিশালে আ.লীগের দোসর আব্দুর রহিমের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগের দোসর ও বরিশাল মোটরসাইকেল পার্টস বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম তালুকদারের বিরুদ্ধে নিরীহ শ্রমিকের ওপর হামলা, হুমকি এবং মিথ্যা মামলার অভিযোগে তার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর ঈদগাহ মাঠের বিপরীতে কর কমিশনার কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাটারখাল কলোনি (বস্তি) এবং আশপাশের এলাকার প্রায় ৩০০ নারী-পুরুষ অংশ নেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন বেপারী। বক্তব্য রাখেন হামলায় আহত দিনমজুর সালাম হাওলাদার, এলাকার বাসিন্দা রেফার, রহিমা বেগমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, আব্দুর রহিম তালুকদার ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে সালাম হাওলাদারকে মারধর করে তার হাত ভেঙে দেয় এবং পরবর্তীতে তার বিরুদ্ধে একটি মিথ্যা চুরির মামলা করে হয়রানি শুরু করে। এ ঘটনায় রহিমের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, “সরকার পরিবর্তনের পরও অনেক জায়গায় এখনো ফ্যাসিবাদের প্রভাব অব্যাহত রয়েছে। রহিম তালুকদার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা এর প্রতিকার চাই।”

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি দ্রুত রহিম তালুকদারকে গ্রেপ্তার না করা হয়, তাহলে স্থানীয়রা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বিআরইউ

 

 

Link copied!