Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি

মঠবাড়িয়া প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৫, ০৩:১৫ পিএম


মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি প্রত্যাহারের দাবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জনপ্রিয় ও জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের অপ্রত্যাশিত বদলির আদেশে ক্ষোভে ফেটে পড়েছেন সর্বস্তরের জনসাধারণ।

বৃহস্পতিবার দুপুরে বদলির খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে আদেশ প্রত্যাহারের দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে, জনবান্ধব এ কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন মঠবাড়িয়া উপজেলার শিক্ষক সমাজ।

লিখিত বক্তব্যে সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রাসেদ খান বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম শুধু একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নন, তিনি মানুষের জন্য নিবেদিতপ্রাণ। দায়িত্বের বাইরে গিয়েও তিনি দিনরাত সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করেছেন।” আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, “এমন কর্মকর্তার বদলি মেনে নেওয়া যায় না।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—সাফা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. সাকিল আহম্মেদ, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন খান, শাহাদাত হোসেন কলেজের সহকারী অধ্যাপক মো. চুন্নু মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং বৈষম্যবিরোধী শিক্ষক ফোরাম মঠবাড়িয়ার সভাপতি মো. মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষক নেতা।

পরে একই দাবিতে শনিবার মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে সর্ববৃহৎ মানববন্ধন এবং রবিবার উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়। বক্তারা জানান, এ কর্মসূচিতে মঠবাড়িয়ার হাজারো মানুষ অংশগ্রহণ করবেন।

ইএইচ

Link copied!