Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫,

গাজীপুরে সড়কে ট্রাকচাপায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

এপ্রিল ১১, ২০২৫, ০৩:৪৭ পিএম


গাজীপুরে সড়কে ট্রাকচাপায় নিহত ১

গাজীপুরের শ্রীপুরে ঔষধ কিনতে গিয়ে ট্রাকচাপায় মো. আশরাফুল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আশরাফুল শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল হাসেম।

পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল জৈনাবাজার এলাকার একটি ফার্মেসিতে ঔষধ আনতে যাচ্ছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। স্থানীয়রা জানান, ধাক্কায় ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা।

নিহতের চাচা রাসেল জানান, “আশরাফুল খুব সাধারণ জীবন যাপন করতেন। সকালে শুধু ঔষধ আনতেই বের হয়েছিলেন। কেউ ভাবেনি, এই বের হওয়াটাই তাঁর জীবনের শেষ হবে।”

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকাবাসী সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন।

বিআরইউ

 

 

Link copied!